অত্যাধুনিক ৮৩টি এফ-সিক্সটিন যুদ্ধবিমানের মধ্যে দুটি হাতে পেলো গ্রিস। সোমবার দেশটির বিমান বাহিনীর কাছে উড়োযানগুলো হস্তান্তর করা হয়। খবর বার্তা সংস্থা এপির।
আপাতত যুদ্ধবিমানগুলো রাখা হয়েছে দেশটির তাংরা বিমানঘাঁটিতে। মূলত যুদ্ধবিমানের বহরকে শক্তিশালী করতেই গ্রিক সরকার গ্রহণ করে দেড়শ’ বিলিয়ন ডলারের প্রকল্প।
নিজস্ব এরোস্পেস কোম্পানিকে এ দায়িত্ব দেয় গ্রিস। তাদের সহযোগিতা করছে মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। আগামী ছয় বছরের মধ্যে অত্যাধুনিক ইলেকট্রনিকস, রাডার এবং অস্ত্রবহনে সক্ষম বাকি ৮১টি বিমান সরবরাহ করবে তারা।
গ্রিক বিমান বাহিনীর মূল শক্তি এফ-সিক্সটিন ফাইটার জেট। ১৯৮৯ সালে প্রথমবার ৪০টি উড়োযান কেনে দেশটি। পরে বিভিন্ন সময় বহরে যুক্ত হয় আরও ১৩০টি এফ-সিক্সটিন। সম্প্রতি তুরস্কের সাথে টানাপড়েনের জেরে শক্তিমত্তা বাড়াচ্ছে ইউরোপীয় দেশটি।
ইউএইচ/

