রানি এলিজাবেথের প্রয়াণ; অনিশ্চয়তায় লন্ডন ফ্যাশন উইক

|

২০১৮ সালে ভোগের প্রধান অ্যানা উইন্টরের সাথে লন্ডন ফ্যাশন উইক উপভোগ করছেন রানি এলিজাবেথ।

গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ গোটা যুক্তরাজ্যকে শোকের সাগরে ভাসিয়েছে। এমন সময়ে লন্ডন ফ্যাশন উইকের পূর্বনির্ধারিত ইভেন্টগুলো পড়েছে অনিশ্চয়তার মুখে। এর মধ্যেই শো বাতিল করেছে বারবেরিসহ একাধিক ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড।

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে অবকাশ যাপনের মধ্যেি ৮ সেপ্টেম্বর হঠাৎই প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানিকে হারিয়ে গোটা যুক্তরাজ্য এখন শোকাচ্ছন্ন। এজন্য পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো পড়েছে অনিশ্চয়তার মুখে। এর মধ্যে রয়েছে ফ্যাশন দুনিয়ার অন্যতম প্রধান আসর লন্ডন ফ্যাশন উইক।

আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা লন্ডন ফ্যাশন উইকের। ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়ার পর আরও এক সপ্তাহ চলবে শোক। এর মধ্যে আছে, নতুন রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের কার্যক্রমও। ফলে এবারের লন্ডন ফ্যাশন উইকের আয়োজন নিয়ে অনেকেই সন্দিহান।

যদিও ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন ফ্যাশন উইক বাতিল করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে এবারের আসর আয়োজিত হবে কিছুটা সীমিত পরিসরে। বিশেষ করে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনের অনুষ্ঠানগুলো পিছিয়ে দেয়া হবে।

জানা গেছে, রকসান্দা, সুপ্রিয়া লেলে, চপোভা লোয়েনা, সিনিদ ও’দুয়ের আর শেট লোয়ের শোগুলো হচ্ছে না এবার। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের গাইডলাইন মেনে প্রধান আয়োজনের বাইরে প্রতিবছর যে পার্টি, লঞ্চিং অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেসব এবার বাদ দেয়া হবে রানির প্রতি সম্মান দেখিয়ে।

এদিকে, রানির প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে বারবেরি তাদের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্ধারিত শো বাতিল করেছে। এর আগে তারা ইন্সটাগ্রামে শোক প্রকাশ করে।

রানি এলিজাবেথ নিজে লন্ডন ফ্যাশন উইকের ব্যাপারে সব সময় খুব আগ্রহী ছিলেন। এ নিয়ে তিনি উচ্ছ্বাসও প্রকাশ করতেন। তবে প্রথমবারের মতো সশরীর উপস্থিত ছিলেন ২০১৮ সালে। তিনি তার দীর্ঘ জীবনে সেই প্রথম কোনো ফ্যাশন শো উপভোগ করেন। তাকে সামনের সারিতে বসে ভোগ ম্যাগাজিনের প্রধান সম্পাদক অ্যানা উইন্টরের সঙ্গে শো উপভোগ করতে দেখা যায়।

সেবার তার উপস্থিতির কারণ ছিল ব্রিটিশ ডিজাইনে তার নামে প্রবর্তিত সম্মাননা প্রদান। প্রথমবার সেই সম্মাননা প্রদান করা হয় সেই সময়ের সেরা উদীয়মান ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার রিচার্ড কুইনকে। আর এ পুরস্কার প্রদানের জন্যই লন্ডন ফ্যাশন উইকে হঠাৎ উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রানি।

রাজকীয় স্টাইল আর সাধারণ মানুষের আগ্রহকে স্টাইলের মাধ্যমে দারুণভাবে সমন্বয় করেছিলেন এলিজাবেথ। তাকে দেখে রাজপরিবারের পরবর্তী প্রজন্মের সদস্যরা সাধারণ স্টাইল গ্রহণ করেছেন। তার প্রয়াণে ইতি হলো ইতিহাসের এক অনন্য অধ্যায়ের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply