Site icon Jamuna Television

ভূমিধসে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

দ্য গার্ডিয়ান থেকে নেয়া ছবি।

ভূমিধসের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। কিছু এলাকায় বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা, ক্ষতির মুখে পড়েছে ঘরবাড়ি। খবর দ্য গার্ডিয়ানের।

ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমি ঝড়ের কারণে বৃষ্টিপাত বেড়েছে রাজ্যটিতে। এছাড়াও রয়েছে ভূমিধস ও আকস্মিক বন্যার পূর্বাভাসও।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভূমিধসে ক্যালিফর্নিয়ার ‘ওক গ্লেন’ কাউন্টিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে ‘হ্যারিকেন কায়’ আঘাত হানে মেক্সিকোয়। হ্যারিকেনটি শক্তি হারিয়ে, মৌসুমি ঝড়ে রূপ নিয়ে; শনিবার আঘাত হানে ক্যালিফোর্নিয়ায়।

/এসএইচ

Exit mobile version