Site icon Jamuna Television

ঝিনাইদহে মিষ্টি দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন লস্কর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, শৈলকুপায় ভাটই বাজারে ইব্রাহিমের বাড়িতে ভাড়া থাকেন ভুক্তভোগী শিশুর পরিবার। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী শিশুটি বাসার সামনে শিমুলের কাঠের ফার্নিচারের দোকানে বসে ছিল। এ সময় কাঠের আড়তের কর্মচারী সুমন লস্কর শিশুটিকে মিষ্টি দেওয়ার কথা বলে দোকানের ভেতর নিয়ে যান। পরে শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন সুমন। একপর্যায়ে মেয়েটি চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং সুমনকে আটক করে থানায় খবর দেন। সুমনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আমতলা চরমুরারীদাহ গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, এলাকাবাসী খবর দিলে সুমনকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

জেডআই/

Exit mobile version