Site icon Jamuna Television

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন, পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুকি বেগমকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পালানোর সময় এলাকাবাসী স্বামী আবুল হাশেমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

জরুরি ফোন পেয়ে বাসায় ছুটে আসতেই রক্তমাখা বাবাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেন খুকি বেগমের ছেলে। সেই ভয়ের ধাক্কা কাটতে না কাটতেই জানতে পারেন, তার মা নেই। খুন করেছেন, বাবা।

প্রতিবেশীরা জানান, চিৎকার শুনে তারা ছুটে আসেন। দেখতে পান, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন খুকি বেগম।

হত্যা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী স্বামী আবুল হাশেমকে ধরে ফেলে। আটক করে তুলে দেয় পুলিশের হাতে। স্বজন-প্রতিবেশীরা জানান, আবুল হাশেম পেশায় রিকশাচালক। দীর্ঘদিন ধরে মানসিক নানা সমস্যায় ভুগছিলেন।

ডিএমপির মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, নিহতের গলায় আঘাত আছে। তার স্বামীই তাকে খুন করেছে। প্রতিবেশীরা এসে লোকজন ডাকতে ডাকতেই উনি নিচেই নেমে এসেছিলেন। তখনই এলাকাবাসী তাকে আটক করে আমাদের খবর দেয়।

পুলিশ খুকি আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে পাঠায়।

/এনএএস

Exit mobile version