Site icon Jamuna Television

বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে নগরবাসী

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আজ বুধবারও (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানীজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে বেশ বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে সড়কে বের হওয়া নগরবাসী।

রাতভর বৃষ্টির পর ভোর থেকেও অব্যাহত আছে বৃষ্টি। এ বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় দাড়িয়েও কাঙ্ক্ষিত গাড়ি পাচ্ছেন না অনেকে। এই পরিস্থিতিতে বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। বৃষ্টির ফলে অনেকে অতিরিক্ত সময় নিয়ে বাসা থেকে বের হয়েও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

এছাড়াও রাতভর বৃষ্টিতে নগরীর বেশকিছু সড়কে দেখা গেছে জলাবদ্ধতা। তাতে রাস্তায় গাড়ি ধীরগতিতে চলায় কোথাও কোথাও দেখা গেছে যানজট। আবহাওয়া অফিস বলছে, আরও দু-এক দিন অব্যাহত থাকবে এই অবস্থা।

/এমএন

Exit mobile version