Site icon Jamuna Television

বিদেশ সফরে শি জিনপিং, বৈঠক করবেন পুতিনের সাথে

করোনা মহামারির পর প্রথমবার, কাজাখস্তানে তিন দিনের সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বৈঠক করার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে।

১৫ ও ১৬ সেপ্টেম্বর ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলন হবে। সেটিরই সাইডলাইনে হওয়ার কথা দ্বিপাক্ষিক বৈঠক। খবর বিবিসির।

ক্রেমলিন মুখপাত্র জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্টের সাথে হতে যাওয়া বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও হবে আলোচনা। ইউক্রেনে সামরিক অভিযানের ব্যাপারে কখনোই রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি দীর্ঘদিনের মিত্র চীন। এমনকি জাতিসংঘের অধিবেশনে একাধিকবার নিন্দা প্রস্তাব তোলা হলেও সেখানে ভোট দেয়া থেকে বিরত ছিলো দেশটি। এ পরিস্থিতিতে দু’জনের মুখোমুখি বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

এর আগে ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক চলাকালে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। এই সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথেও দুই নেতার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এটিএম/

Exit mobile version