Site icon Jamuna Television

আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ কর্মপরিকল্পনা প্রকাশ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় এ সময় অনুপস্থিত ছিলেন।

২০ পৃষ্ঠার প্রকাশিত কর্মপরিকল্পনায় ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর ভোট হবে ডিসেম্বরের শেষ অথবা চব্বিশ সালে জানুয়ারির প্রথম সপ্তাহে; মোট ১৫ দিনের মধ্যে ভোটের সময় রেখে কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন মো. আলমগীর।

এদিকে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নিজেদের জবাবদিহিতা ঠিক রাখতেই ভোটের কর্মপরিকল্পনা। ইসি অনেক প্রশ্নের সম্মুখীন। আস্থাহীনতা আগে থেকেই তৈরি হয়ে আছে। বর্তমান কমিশন আস্থা অর্জনের চেষ্টা করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

আরেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান আশা প্রকাশ করে বলেন বলেন, নির্বাচন ঘিরে হয়রানিমূলক মামলা যাতে না হয়, সে পরিস্থিতি তৈরি করতে পারবো।

/এমএন

Exit mobile version