Site icon Jamuna Television

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাই‌কেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাংশা ও কালুখালী‌তে শম‌সের আলী (৩০) ও হাসান আলী (৩৫) না‌মের দুই মোটরসাই‌কেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাংশার গোপালপু‌র ও দুপু‌রে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রা‌মের লোকমান মন্ডলের ছে‌লে এবং হাসান কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার বা‌লিয়াপাড়ার ওমর আলীর ছে‌লে।

পাংশা হাইও‌য়ে থানা পু‌লিশ জানায়, সকা‌লে বৃ‌ষ্টির মধ্যে মোটরসাই‌কেল আরোহী শমসের পাংশা থে‌কে কু‌ষ্টিয়ার দি‌কে যা‌চ্ছি‌লেন। পথিমধ্যে গোপালপুর এলাকায় পৌঁছালে দ্রুত গতির এক‌টি ট্রাক চাপায় ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

এদিকে দুপু‌রে কালুখালীর চাঁদপুর রেলক্রসিং এলাকায় দ্রুত গতির লালন প‌রিবহ‌নের চাপায় হাসান আলী না‌মে আরেক মোটরসাই‌কেল চালকের মৃত্যু হয়। তি‌নিও কুষ্টিয়ার দি‌কে যা‌চ্ছি‌লেন।

পাংশা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও বাস‌টি‌ কৌশলে পালিয়েছে। ট্রাক ও বাসের কাউ‌কে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়ি দুই‌টিসহ চালক ও তা‌দের সহকারী‌কে আটকের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version