Site icon Jamuna Television

কমিশনার বললেই নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে না: মির্জা আব্বাস

ফাইল ছবি।

কমিশনার বললেই নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি প্রশ্ন করেন, এই নির্বাচন কমিশন কে; কোথা থেকে এসেছে?

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনকে অবৈধ বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা আব্বাসের মতে, অবৈধ সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনও অবৈধ। তার অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার যদি সুষ্ঠু নির্বাচন করার জন্য নিরপেক্ষ সরকার চাইতেন, যদি বলতেন নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাহলে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো। এই নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version