Site icon Jamuna Television

সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সাইবার অপরাধ এখন বিশ্বে নতুন চ্যালেঞ্জ। অপরাধ দমনে সকল দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় দরকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হওয়া ১১তম ইন্টারপা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, অপরাধ সংগঠনের জন্য অপরাধীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই অপরাধ দমনে অভিজ্ঞতা বিনিময় খুব গুরুত্বপূর্ণ। এই সম্মেলন সেই সুযোগ তৈরি করবে বলে আশাবাদ প্রকাশ করেন আইজিপি।

‘ডিজিটালাইজেশন অব পুলিশিং’ প্রতিপাদ্যে গেলো ১২ সেপ্টেম্বর শুরু হয় তিন দিনের এ সম্মেলন। তাতে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নেন।

/এমএন

Exit mobile version