Site icon Jamuna Television

‘বহির্বিশ্বের রাজনৈতিক সমর্থন পেতে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া’

২০১৪ সাল থেকে বহির্বিশ্বের রাজনৈতিক সমর্থন পেতে ৩০ কোটি ডলার খরচ করেছে রাশিয়া। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এ দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ২৪টি দেশের রাজনীতিকদের প্রভাবিত করতে এ অর্থ ব্যয় করেছে পুতিন প্রশাসন। এছাড়া, বিপুল অর্থ বিনিয়োগ এবং বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপের গোপন তথ্যও রয়েছে। তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। মস্কোর এ কর্মকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের এ অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলে রাশিয়া। অভিযোগ করে- ১৯৪৬ থেকে ২০০০ সাল পর্যন্ত অন্তত ৮০ দেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র।

ইউএইচ/

Exit mobile version