Site icon Jamuna Television

উন্নত, মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

উন্নত, মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। তবে, মানবিক রাষ্ট্র গঠনের দায়িত্ব সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদের ওপর সংবর্ধনা গ্রন্থের প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন। বলেন, মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে যে মানবিকতা প্রয়োজন, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা দরকার। যা সঠিকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না।

এ সময় তথ্যমন্ত্রী সুষ্ঠু সমাজব্যবস্থা গঠন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজী খলিকুজ্জামানের অবদান তুলে ধরেন। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে তা অনুসরণের আহ্বান জানান।

/এমএন

Exit mobile version