Site icon Jamuna Television

ডলারের দাম হবে বাজারভিত্তিক: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডলারের বিনিময় মূল্য বাজারভিত্তিক হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বিদেশি এই মুদ্রার বিনিয়ম হার হবে লেনদেনের ভিত্তিতে। এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী।

ব্যাংক ঋণের সুদ হারের সঙ্গে মূল্যস্ফীতির কোনো সম্পর্ক নেই বলে মনে করেন অর্থমন্ত্রী। জানান, বিশ্বের অন্যান্য দেশে সাদৃশ্য থাকলেও এ দেশে ভিন্ন কারণে মূল্যস্ফীতি হয়। যা নিয়ন্ত্রণের কৌশলও আলাদা। আমদানি কমছে, রফতানি আয় বাড়ছে। পাশাপাশি রেমিটেন্স আয়ও এখন বাড়তির দিকে। এমন অবস্থা বিদ্যমান থাকলে বৈদেশিক মুদ্রার মজুদ দ্রুত সময়েই ৪৮ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছাবে।

সভায় ফ্যামেলি কার্ডে বিক্রির জন্য ১৫ হাজার টন মশুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রতি কেজির দাম পড়বে ১১০ টাকা। কেনা হবে ২ কোটি ২৫ লাখ লিটার ভোজ্যতেল। তাতে প্রতি লিটারের দাম দাঁড়াবে ১৮৩ থেকে ১৮৫ টাকার মধ্যে। আর মোট ব্যয় হবে ৪১৫ কোটি টাকা।

/এমএন

Exit mobile version