Site icon Jamuna Television

কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ১১, আহত ২৯

ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মিরে পাহাড়ি রাস্তা থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। খবর এনডিটিভির।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জম্মু ও কাশ্মিরের পুঞ্জ জেলার সৌজিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার অভিযানে নামে স্থানীয় লোকজনও।

খবরে বলা হয়, বাসটি মান্ডি থেকে সৌজিয়ানের দিকে যাচ্ছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার একমাস আগেই জম্মু-কাশ্মিরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হয় ৬ আইটিবিপি সদস্যের।

এদিকে, দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের গভর্নর মনোজ সিনহা। নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version