Site icon Jamuna Television

গুগল-মেটাকে আবারও জরিমানা করলো দক্ষিণ কোরিয়া

ঠিক এক বছরের মাথায় আবারও জরিমানা হচ্ছে গুগল ও মেটার। দক্ষিণ কোরিয়ার গোপনীয়তা আইন লঙ্ঘন করায় এবার জরিমানা গুনতে হবে ৫ কোটি ডলার। খবর রয়টার্সের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানায়, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য আগে থেকে কোনো অনুমতি নেয়নি গুগল ও মেটা। আর তাতেই তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় সিউল।

অন্যদিকে জরিমানার বিপক্ষে আদালতে আপিল করবে বলে জানায় গুগল কর্তৃপক্ষ। গুগলের নিয়ন্ত্রণবাদী আচরণে লাগাম টানতে গেল বছর ব্যাক্তগত তথ্য সুরক্ষা আইন পাস করে দক্ষিণ কোরিয়া। তখনো একই অভিযোগে এদের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ডলারের মামলা ঠুকেছিল আদালতে।

এটিএম/

Exit mobile version