Site icon Jamuna Television

সব কথা বলার পরও বলে, কথা বলার অধিকার নাই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এতো কথা বলার উপায় ছিল? একটা রেডিও ও একটি টেলিভিশন চ্যানেল ছিল। এখন সব কথা বলার পরও বলে, কথা বলার স্বাধীনতা নাই। এ কথাও শুনতে হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, জাতীর পিতাকে হত্যা করার পরের পরিস্থিতি মনে নেই? একজনের পর আরেকজন সামরিক ডিকটেটর ক্ষমতায় আসে। সারারাত কারফিউ, কথা বলার উপায় নাই। এখন কি সেই পরিস্থিতি আছে?

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা কোনো কথা বলতে পারিনি। অথচ এখন আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করে রেখেছি, ওদের যতো খুশি বলতে দেন, আমরা শুনবো। যেগুলো নেয়ার, সেগুলো আমরা নেবো। আমরা তো মাইক বন্ধ করে দিই না।

শেষে প্রধানমন্ত্রী বলেন, টকশোতে শুধু টক টক কথা বলবেন না, একটু মিষ্টি কথাও বলবেন। তাতে স্বাদটা ভালো লাগে।

এসজেড/

Exit mobile version