Site icon Jamuna Television

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

নিজ সংরক্ষণে অবৈধ মাদক ইয়াবা ও হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে আ. মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে বারটার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আ. মজিদ জেলার তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

সিরাজগঞ্জ আদালতের অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ২০১৮ সালের ২২মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে আ. মজিদকে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মজিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ডিবির তৎকালীন উপ-পরিদর্শক ইয়াসিন আলী। এই মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালত বুধবার এই রায় প্রদান করেন।

এসজেড/

Exit mobile version