Site icon Jamuna Television

শতাধিক যাত্রী নিয়ে উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিনে আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে

ওমানের রাজধানী মাসকটের বিমানবন্দর থেকে ভারতের কেরালার কোচির উদ্দেশে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই বিমানটিতে শিশুসহ মোট ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল। খবর খালিজ টাইমসের।

বুধবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রী নিয়ে বিকেলে কেরালার উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৯-৪৪২। এ সময় হঠাৎ এর একটি ইঞ্জিন থেকে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিমান থেকে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এ ঘটনায় এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওই বিমানের যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

এসজেড/

Exit mobile version