Site icon Jamuna Television

বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন কলেজছাত্র, প্রাণ গেলো ট্রাকচাপায়

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত নাঈম ইসলাম (২০) উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি রাজশাহী বঙ্গবন্ধু কলেজের ছাত্র ছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাঈম তার বন্ধু শিশিরের সাথে মোটরসাইকেলযোগে পাবনা-ভাঙ্গুড়া আঞ্চলিক সড়ক দিয়ে ভাঙ্গুড়ার রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিলেন। একই পথে ভাঙ্গুড়া থেকে একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি ভাঙ্গুড়ার মল্লিকচক এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাঈম সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়। নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়।

জেডআই/

Exit mobile version