Site icon Jamuna Television

সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ, আদালতে ক্ষমা চাইলেন নাটোর পাসপোর্ট অফিসের কর্মকর্তা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

সেবা গ্রহীতাকে হয়রানির জন্য নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ আদালতে হাজির হয়ে নিঃস্বার্থ ক্ষমাপ্রার্থনা করেছেন। আদালতের নির্দেশনা মোতাবেক বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি আদালতে হাজির হন। দুপুর দুইটার দিকে শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানায়।

আদালত সূত্রে জানা যায়, আইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা. রওশনআরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন। তার আভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এক আদেশে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে আদালতে হাজির হয়ে সেবাপ্রত্যাশীদের হয়রানির বিষয়ে ব্যাখ্যা দেবার আদেশ দেন। আদেশে ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না তা সশরীরে হাজির হয়ে আদালতেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্দেশনা মোতাবেক আলী আশরাফ আদালতে হাজির হয়ে তার ভুলের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। আদালত এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানান।

উল্লেখ্য, নাটোর পাসপোর্ট অফিসের দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অব্যাহত হয়রানির বিষয়ে ৩ জুলাই যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হয়। পরে, গত ৪ জুলাই একটি তদন্ত কমিটিও গঠিত হয়। তারপর দুইমাস পার হলেও তা আর আলোর মুখ দেখেনি।

জেডআই/

Exit mobile version