Site icon Jamuna Television

শাকিব-সানীর একান্ত বৈঠক; চমকের আভাস

বৈঠকে আলাপরত সানী সানোয়ার ও শাকিব খান।

পুলিশ কর্মকর্তা সানী সানোয়ারের সাথে একান্ত বৈঠক করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ধারণা করা হচ্ছে, প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশনের নতুন সিনেমায় দেখা যেতে পারে শাকিব খানকে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে শাকিব-সানী আলোচনায় বসেছিলেন বলে জানা গেছে। বৈঠকের ব্যাপারে সানী সানোয়ার বলেন, প্রাথমিক পর্যায়ের আলাপ হয়েছে। চূড়ান্ত কিছু হওয়ার জন্য আরও কয়েকটি বৈঠক করতে হবে।

প্রসঙ্গত, পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার পরিচিতি পেয়েছেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে। এর আগে, তার ভাবনা ও গল্পে নির্মিত হয় আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। এরপর সানীর গল্প ও পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নামে আরও দুটি সিনেমায় কাজ করেন শুভ। দ্বিতীয় সিনেমাটি মুক্তি পেলেও তৃতীয় সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

এরই ফাঁকে সানী সানোয়ারকে দেখা গেলো ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সাথে। নতুন সিনেমার জন্য বৈঠক করেছেন তারা। ধারণা করা হচ্ছে, আরিফিন শুভকে নিয়ে টানা তিনটি সিনেমা করার পর এবার শাকিবকে নতুন রূপে পর্দায় তুলে আনতে চলেছেন চৌকস এ পুলিশ কর্মকর্তা।

এর আগে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন শাকিব খান। সেই চমকের প্রথম কিস্তি কি তবে পুলিশি সিনেমা?

/এসএইচ

Exit mobile version