Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গে পুলিশকে রাস্তায় ফেলে পিটিয়েছে বিজেপির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নবান্ন অভিযানের সময় পুলিশের ওপর বিজেপির নেতা কর্মীদের হামলার ঘটনায় চলছে তোলপাড়।

এরইমধ্যে পুলিশের এক কর্মকর্তাকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যায়, দেবজিৎ চট্টোপাধ্যায় নামে এসি পদ পর্যাদার এক কর্মকর্তার ওপর চড়াও হন বিজেপির নেতা কর্মীরা। পেটাতে থাকে লাঠি দিয়ে। আহত অবস্থায় ওই কর্মকর্তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। তাদেরকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ বলছে, বিজেপির তাণ্ডবে আহত হয়েছে নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য। পুলিশ বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বাধা দিলে পাথর এবং কাচের বোতল নিক্ষেপ করে বিজেপির নেতা কর্মীরা। পুলিশও তাদের ওপর জলকামান এবং টিয়ারগ্যাস নিয়ে চড়াও হয়।

সূত্র: আনন্দবাজার।

জেডআই/

Exit mobile version