Site icon Jamuna Television

আলিয়া ভাটের বেবি শাওয়ারে আমন্ত্রিত যারা

ছবি: সংগৃহীত

‘ব্রহ্মাস্ত্র’র সফলতায় প্রশংসায় ভাসছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া-রণবীর। এদিকে, শীঘ্রই তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। চলতি মাসের শেষের দিকেই আলিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন হবে বলে গুঞ্জন। এ উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের।

জানা গেছে, নীতু কাপুর এবং সোনি রাজদান আলিয়ার বেবি শাওয়ারে শুধু মেয়েদেরই অতিথি তালকায় রাখার পরিকল্পনা করছেন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই আয়োজিত হবে এ অনুষ্ঠান। তাতে উপস্থিত থাকবেন, আলিয়ার বোন শাহিন ভাট, ননদ কারিনা কাপুর খান, কারিশমা কাপুর এবং বান্ধবী আকাঙ্খা রঞ্জন, অনুষ্কা রঞ্জনসহ আরও অনেকে।

এছাড়াও, নভ্যা নভেলি নন্দা, শ্বেতা বচ্চন, আরতি শেট্টি এবং আলিয়া ভাটের ছোটবেলার বন্ধুরাও এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

/এসএইচ

Exit mobile version