Site icon Jamuna Television

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থানে ফিরলেন সাকিব

ছবি: সংগৃহীত

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীকে সরিয়ে আবারও টি-টোয়েন্টির শীর্ষে ফিরলেন তিনি। এছাড়া, ওয়ানডেতেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব।

২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। আর ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন নবী। ২২১ পয়েন্ট নিয়ে ইংলিশ অলরাউন্ডার মইন আলীর অবস্থানে তিনে। এরপরের দুইটি নাম যথাক্রমে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

২০১৯ সালে নিষেধাজ্ঞার আগে টি-টোয়েন্টির শীর্ষস্থান ছিল সাকিবের দখলে। কিন্তু নিষেধাজ্ঞায় ক্রিকেট থেকে দূরে থাকার কারণে সেই জায়গা হারিয়েছিলেন তিনি। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে ছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে ব্যর্থতার কারণে ১০ পয়েন্ট হারাতে হয়েছে তাকে।

আরও পড়ুন: পারফরমার নয়, শান্তর মতো ইমপ্যাক্ট ক্রিকেটার খুঁজছেন শ্রীরাম

/এম ই

Exit mobile version