Site icon Jamuna Television

যশোর কারাগারে ফাঁসির আসামিকে লোহার বস্তু দিয়ে জখম করেছে অপর আসামি

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর কেন্দ্রীয় কারাগারে আবদুল জব্বার (৪০) নামে এক ফাঁসির আসামিকে লোহার বস্তু দিয়ে জখম করেছে অপর ফাঁসির আসামি। আহতকে গুরুতর অবস্থায় যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার আবদুর রহমানের ছেলে। গত ৬ বছর ধরে তিনি যশোর কারাগারে রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কথাকাটাকাটির এক পর্যায়ে পলাশ নামে এক ফাঁসির আসামি আবদুল জব্বারকে খাবার প্লেট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হলে তাকে যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, কারাগার থেকে একজনকে ভর্তি করা হয়েছে। তার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মাথায় ২৫টি সেলাই দেয়া হয়েছে।

জেডআই/

Exit mobile version