Site icon Jamuna Television

মারা গেছেন বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন

শাহ মোয়াজ্জেম হোসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন শাহ মোয়াজ্জেম হোসেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় তিনি। ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম সারিতে থেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শাহ মোয়াজ্জেম হোসেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ মোয়াজ্জেম হোসেন। এছাড়া ১৯৭২ সালে আওয়ামী লীগ সরকারের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভারও একজন অন্যতম সদস্য ছিলেন এই রাজনীতিবীদ।

পরে শাহ মোয়াজ্জেম হোসেন হুসেইন মুহাম্মাদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন। তবে ১৯৯২ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। সেখানে ভাইস-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শাহ মোয়াজ্জেম হোসেন।

এসজেড/

Exit mobile version