Site icon Jamuna Television

ওয়েস্টমিনস্টার হলে রানির মরদেহ; আগামী চারদিন শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ

লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ। গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া হয় রানির কফিন।

পদযাত্রায় অংশ নেন রাজা চার্লস, প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা। রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ভিড় করে হাজার হাজার মানুষ।

আগামী ৪ দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়েস্টমিনস্টারে রাখা হবে রানির মরদেহ। ১৯ সেপ্টেম্বর সেখানেই আয়োজিত হবে তার শেষকৃত্যের অনুষ্ঠান। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। আনুষ্ঠানিকতার পর ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই সমাধিস্থ করা হবে রানিকে।
/এমএন

Exit mobile version