Site icon Jamuna Television

বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে হ্যালান্ডের শেষ মুহুর্তের গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে ম্যানসিটি আতিথ্য দেয় বরুশিয়া ডর্টমুন্ডকে। কিন্তু ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে সিটিজেনদের সেরাটা খেলা খেলতে দেয়নি বরুশিয়া। উল্টো ৫৬ মিনিটে গার্দিওলার দলকে মাটিতে নামায় বরুশিয়া। জুড বেলিংহ্যামের গোলে লিড নেয় জার্মান ক্লাবটি।

৮০ মিনিটে দুরপাল্লার অনবদ্য শটে সিটিকে সমতায় ফেরান ডিফেন্ডার জন স্টোনস। চার মিনিট পর সিটি পায় আরও একটি চোখ ধাঁধানো গোল। এবার জাও ক্যানসেলোর ক্রস শুন্যে লাফিয়ে সিটির জয় নিশ্চিত করেন গোল মেশিন হ্যালান্ড। সিটির জার্সিতে ৯ ম্যাচে এটি তার ১৩তম গোল।

/এমএন

Exit mobile version