Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনার শিকার জেলেনস্কি

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তবে দুর্ঘটনায় প্রেসিডেন্টের কোনো গুরুতর ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে জানানো হয়, গাড়িতে করে কিয়েভ হয়ে কোথাও যাচ্ছিলেন প্রেসিডেন্ট। এমন সময় আরেকটি যাত্রীবাহী গাড়ির সাথে বাধে সংঘর্ষ। এ সময় জেলেনস্কির সাথে থাকা চিকিৎসকরা যাত্রীবাহী গাড়িটির চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেন।

বিবৃতিতে আরও জানানো হয়, এ ঘটনায় কিয়েভ নেতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে তেমন কোনো গুরুতর সমস্যা পাওয়া যায়নি। এছাড়া নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।

এর আগে গেলো বুধবার, সদ্য দখলমুক্ত খারকিভের উত্তর-পূর্বাঞ্চলের আইজিয়াম পরিদর্শন করেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এটিএম/

Exit mobile version