Site icon Jamuna Television

কমেছে স্বর্ণের দাম

ফাইল ছবি

স্বর্ণের বাজারে অস্থিরতা চলছে। চলতি সপ্তাহেই এক দফা দাম বাড়ানোর পর আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন দর কার্যকর করেছে। এবার নতুন ও সনাতন স্বর্ণের দাম কমানো হয়েছে।

১ হাজার ২৮৩ টাকা দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৮৩ হাজার ২৮০ টাকায়। এর আগে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকায়। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা। এখন তা কমে বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা। সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

/এমএন

Exit mobile version