Site icon Jamuna Television

মারা গেছেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেলেন। লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন আইসিসির অ্যালিট প্যানেলের সাবেক এই আম্পায়ার।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। এই পাকিস্তানি ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্ট ম্যাচ পরিচালনা করেছেন। ২০০০ সালে প্রথম ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছিলেন এই পাকিস্তানি। ওয়ানডেতে প্যানেলভুক্ত আম্পায়ার হন ২০০৪ সালে। আর আইসিসির এলিট প্যানেলে জায়গা পান ২০০৬ সালে।

তবে শেষটা ভালো ছিলো না আসাদ রউফের। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে রউফের নাম জড়িয়ে পড়লে সে বছরই তাঁকে এলিট প্যানেল আম্পায়ার থেকে বাদ দেয় আইসিসি।

আলিম দার ও আসাদ রউফ মিলে পাকিস্তানের আম্পায়ারদের মান বাড়িয়েছেন বলে মনে করা হয়।

/এমএন

Exit mobile version