Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশ

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাংশ। আগুন নিয়ন্ত্রণে না আসায় এক হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবরে বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, চারদিন ধরে জ্বলতে থাকা দাবানলে ৯ হাজার একর জমি পুড়েছে। ছাই হয়ে গেছে একটি কারখানাসহ চারটি বসতবাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি হেলিকপ্টার ও এক হাজার ফায়ারসার্ভিসের কর্মী।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৭ কর্মী মারাত্মক আহত হয়েছেন। আবহাওয়া অফিসের শঙ্কা, তাপ এবং খরা অব্যাহত থাকলে দাবানল কমবে না। ফ্রান্সে চলতি বছর দাবানলে পুড়ে গিয়েছিল প্রায় ১ লাখ ৬০ হাজার একর জমি।

গ্রীষ্মকালে ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড স্পর্শ করে। পাশাপাশি প্রচণ্ড খরায় দাবানলের কারণে পুড়ে ছাই হয় হেক্টরের পর হেক্টর বনভূমি। ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ।

ইউএইচ/

Exit mobile version