Site icon Jamuna Television

রানির মৃত্যুতে নিরাপত্তাকর্মীর ঘাটতি, আর্সেনালের ম্যাচসূচিতে পরিবর্তন

স্থগিত করা হয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যকার ম্যাচ। ছবি: সংগৃহীত

স্থগিত করা হয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সোমবারের প্রিমিয়ার লিগ ম্যাচ। গানারদের ইউরোপা লিগ ম্যাচের সূচী পরিবর্তন হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইপিএল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইউরোপা লিগ ম্যাচে পিএসভি আইন্দোভেনের মুখোমুখি হবার কথা ছিলো আর্সেনালের। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেখা দিয়েছে নিরাপত্তাকর্মীর ঘাটতি। যার ফলে, বৃহস্পতিবার থেকে সরিয়ে মঙ্গলবার নেয়া হয়েছে পিএসভি-আর্সেনালের ইউরোপা লিগ ম্যাচ।

আরও পড়ুন: জয় পেয়েছে পিএসজি; হেরেছে য়্যুভেন্টাস, ড্র করেছে চেলসি

নতুন সূচীর কারণে স্থগিত করা হয়েছে সোমবারের ম্যানচেস্টার সিটির বিপক্ষে গানারদের ম্যাচ। উয়েফা ও প্রিমিয়ার লিগ বুধবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে আর্সেনাল ও সিটির মধ্যেকার এই ম্যাচের নতুন সূচী এখনও ঘোষণা করা হয়নি।

জেডআই/

Exit mobile version