সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ ও রোগীর সংখ্যা বেড়েছে বলে উদ্বিগ্ন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ জন্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের পদক্ষেপসহ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপের কারণে গত দু’বছর ডেঙ্গুর প্রকোপ কম ছিল। তবে এখনো সমপর্যায়ের দেশগুলো থেকে ডেঙ্গু পরিস্থিতি ভালো বাংলাদেশে। গতকাল পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ হাজার, ভারতে ৩০ হাজার আক্রান্ত হলেও বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৯৮০৩ জন। এ বছরে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তবে ১ জন মানুষের মৃত্যুও দুঃখজনক। তবে সরকার ডেঙ্গু নিধনে সব ধরনের চেষ্টা করছে। সিটি করপোরেশন গুলোতে ক্লাস্টার অনুযায়ী ডেঙ্গু নিধনে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে বলেও জানান তিনি।
ইউএইচ/
Leave a reply