Site icon Jamuna Television

শিশুদের যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত আর কেলি

রায় ঘোষণার পর আর কেলি।

তিনবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী আর অ্যান্ড বি গায়ক আর কেলি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এবার তাকে শিশুকে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করেছে তার নিজের শহর শিকাগোর একটি আদালত। ৫৫ বছর বয়সী কেলির পুরো নাম রবার্ট সিলভেস্টার কেলি। আর অ্যান্ড বির রাজা বলা হয় তাকে।

সম্প্রতি শিকাগোর আদালতে বিচার সম্পন্ন হয় আর কেলির। গত এক মাস ধরে সাক্ষ্যগ্রহণ, শুনানী ও তদন্ত চলার পর বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে ছয়টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে কেলিকে। আর খারিজ করা হয়েছে বিচারে বাধাপ্রদানসহ সাতটি অভিযোগ।

প্রসঙ্গত, শিশু পর্নগ্রাফি নির্মাণ ও প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গত বছর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে ৩০ বছর জেল হয় তার।

/এসএইচ

Exit mobile version