Site icon Jamuna Television

রণবীরের ন্যুড ফটোশ্যুট; পিছু ছাড়ছে না বিতর্ক

ছবি: সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। কাশ্মীরি গালিচায় অনাবৃত এ অভিনেতার ছবি প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছিল সব মহলে। শালীনতা লঙ্ঘনের অভিযোগে মুম্বাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগও দায়ের করে তার বিরুদ্ধে।

এরই মধ্যে সামনে এলো নতুন বিতর্ক। রণবীরের দাবি- তার কোনো একটি ছবি বিকৃত করা হয়েছে।

এর আগে, ন্যুড ফটোশুটের ঘটনায় রণবীর সিংকে তলব করেছিল মুম্বাই পুলিশ। গত ২৯ আগস্ট থানায় হাজিরাও দেন তিনি। সেখানে রেকর্ড করা হয় রণবীরের বক্তব্য।

সেই বয়ানেই রণবীর বলেন, তিনি জানতেন না যে এই ফটোশুট তার জীবনে এতো সমস্যা তৈরি করবে। ছবিগুলি তিনি আপলোড করেননি। তা হলে অনাবৃত ছবিগুলি নেটদুনিয়ায় ছড়াল কীভাবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

/এসএইচ

Exit mobile version