Site icon Jamuna Television

যে অভিযোগে রাঙ্গাকে অব্যাহতি দিচ্ছে জাপা

সংগঠনবিরোধী কাজ ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়েই মশিউর রহমান রাঙ্গাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তবে মশিউর রহমান রাঙ্গার দাবি, তাকে অব্যাহতি দেয়া হয়েছে অনৈতিকভাবে।

গতকাল দুপুরে মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এর প্রতিবাদে রাতেই রংপুরে পথে নামেন তার সমর্থকরা। কিন্তু খুব একটা সুবিধা হয়নি। জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের ধাওয়ায় সরে যেতে বাধ্য হতে হয় তারা।

এ নিয়ে বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন মশিউর রহমান রাঙ্গা। সেখানে তিনি বলেন, কোনো কারণ ছাড়াই অনৈতিকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এমনকি কোনো কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়নি তাকে। স্বাভাবিক ও গণতান্ত্রিক ধারায় যদি দল না চলে তাহলে জাতীয় পার্টি ছেড়ে দেয়ার কথাও বলেন রাঙ্গা।

এর কিছুক্ষণ পরই বিকেলে বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির অবস্থান পরিষ্কার করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেয়া হয়েছে রাঙ্গাকে। এক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও মন্তব্য তার।

এসময় চুন্নু আরও বলেন, বিভিন্ন সময়ে ফোরামে এবং সংসদে দলের বিরুদ্ধে যায় এমন সব কথা বলার জন্য কয়েক মাস আগেও তাকে বহিষ্কারের চিন্তা করা হয়েছিল। তখন তিনি দলের চেয়ারম্যানের কাছে দুঃখপ্রকাশ করেন এবং ক্ষমা চান।

চুন্নু বলেন, পদ হারানোর পর রাঙ্গা অনেক কথাই বলছেন, যা অপ্রাসঙ্গিক। এখন তার সংসদের চিফ হুইপ পদ থাকবে কিনা সে বিষয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের সিদ্ধান্ত নেবেন।

এসময় চুন্নু আরও বলেন, গত ৩২ বছর আওয়ামী লীগ ও বিএনপির দুর্নীতির কারণে জনগণ এখন জাতীয় পার্টিকে চায়। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version