Site icon Jamuna Television

দলিত সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ফুঁসছে উত্তর প্রদেশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাখিমপুরে পুলিশের অবস্থান।

দলিত সম্প্রদায়ের দুই কিশোরীকে ধর্ষণের পর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে ফুঁসছে উত্তর প্রদেশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় গ্রেফতার হয়েছেন সন্দেহভাজন ৬ ব্যক্তি। খবর এএনআই নিউজের।

জানা গেছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে লাখিমপুর খেরি এলাকায় পুলিশের কাছে অপহরণের অভিযোগ করে ওই দুই কিশোরীর পরিবার। পুলিশ জানায়, ১৫ ও ১৭ বছরের দুই কিশোরীকে জোরপূর্বক মোটরবাইকে তুলে নিয়েছে একদল ব্যক্তি। বহু খোঁজাখুঁজির পর গ্রামের বাইরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মেলে তাদের মরদেহ। দৃশ্যত কোনো আঘাতের চিহ্ন ছিলো না শরীরে।

কিন্তু ময়নাতদন্তে বেরিয়ে আসে- হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিলো দুই বোন। এ ঘটনায়, প্রতিবেশী গ্রামের ৬ মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে, চলছে তাদের জিজ্ঞাসাবাদ। নির্মম এ হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে পুরো লাখিমপুর এলাকা।

প্রসঙ্গত, ২০১৪ সালেও একই ধাঁচের ঘটনা আলোড়ন তুলেছিলো গোটা ভারতে।

/এসএইচ

Exit mobile version