Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে মাঝির জালে বিশালকায় পা‌খি মাছ

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা আবার পড়েছে পাখি মাছ বা সেইল ফিস। ১১ ফুট দৈর্ঘ্য ও দেড়ফুট প্রস্থের মাছ‌টির ওজন ১শ ৮৫ কেজি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় জাহাঙ্গীর মাঝি নামের একজন জে‌লের জা‌লে মাছটি ধরা পড়ে। আজ দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে যান জাহাঙ্গীর মাঝি। উপকূলীয় এলাকায় এ মাছের তেমন চাহিদা না থাকায় মাছটি মাত্র ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরনের মাছ সাধারণত গভীর সাগরে চলাচল করে। বেশ দ্রুতগামী এ মাছ সচরাচর এ অঞ্চ‌লের জে‌লে‌দের জা‌লে ধরা পড়ে না।

প্রসঙ্গত, গত বছর কুয়াকাটা সংলগ্ন ব‌ঙ্গোপসাগ‌রের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অর্ধশতা‌ধিক পা‌খি মাছ ধরা প‌ড়ে‌ছিল।

/এডব্লিউ

Exit mobile version