Site icon Jamuna Television

জয়ের ধারায় ফিরলো ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি: সংগৃহীত

জয়ের ধারায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ও সানচোর গোলে এফসি শেরিফকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা।

হার দিয়ে ই গ্রুপে নিজেদের পথচলা শুরু করেছিল ম্যানইউ। দ্বিতীয় ম্যাচে শেরিফের বিপক্ষে তাই জয়ের জন্য মরিয়া ছিল টেন হাগ শিষ্যরা। ১৭ মিনিটেই লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরিকসনের পাস থেকে গোল করেন জেডন সানচো।

লিড নিয়েও আক্রমণের ধার কমায়নি রেড ডেভিলরার। ৩৮ মিনিটে ভুল করে শেরিফ ডিফেন্ডার, পেনাল্টি পায় ম্যানইউ। সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে মৌসুমে নিজের প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে আর গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টারের জায়ান্টরা।

ইউএইচ/

Exit mobile version