Site icon Jamuna Television

গুয়াতেমালার কনসার্টে পদদলিত হয়ে নিহত ৯

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় কনসার্টে পদদলিত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ৯ জন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় আরও ২০ জন গুরুতর আহত। খবর আল জাজিরার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কুয়েত-জাল-তেনানগো শহরের খোলা ময়দানে হচ্ছিলো কনসার্ট। অনুষ্ঠান শেষ হওয়ার পর, হুড়োহুড়ি শুরু করেন দর্শকরা। তাতেই পদদলিত হন অনেকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। বাকিদের উদ্ধার করে ফায়ার ব্রিগেড, রেডক্রস এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাড় ভাঙ্গার কারণে কয়েকজনকে হাসপাতালে রাখা হয়েছে। বাকিদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে। এরইমধ্যে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছিলো এই কনসার্ট।

এটিএম/

Exit mobile version