Site icon Jamuna Television

টানা বৃষ্টিপাতে থাইল্যান্ডে বন্যা, পানিবন্দি ২০ হাজার বাসিন্দা

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিপাতে বন্যা কবলিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। বৃহস্পতিবার পানিবন্দি শহরবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন। খবর ব্যাংকক পোস্টের।

কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত পানির তোড়ে বাঁধ উপচে তৈরি হয়েছে জলাবদ্ধতা। শহরের বেশিরভাগ এলাকার সড়ক তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ২০ হাজার বাসিন্দা। চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের পানির উচ্চতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একই সাথে নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, শহরের পানি নিষ্কাশনে কাজ করছে কর্তৃপক্ষ। বর্ষাকাল শুরুর পর থেকে এখন পর্যন্ত বন্যা কবলিত হয়েছে দেশটির ২১টি প্রদেশ।

ইউএইচ/

Exit mobile version