Site icon Jamuna Television

ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা, ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখলেন যাত্রীরা (ভিডিও)

ছবি: সংগৃহীত

ট্রেনের জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল চুরি করতে এসেছিল এক যুবক। এরপর ধরা পড়ে যান যাত্রীদের কাছে। অভিযুক্তের হাত জানালার এপার থেকে ধরে টেনে রাখেন যাত্রীরা। এরপর ট্রেন চলতে শুরু করে। এভাবে প্রায় ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখা হয় ওই যুবককে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার রাতে বিহারের বেগুসরাইয়ের সাহেবপুর কামাল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেগুসরাই থেকে খাগারিয়া যাচ্ছিল ট্রেনটি। পথে সাহেবপুর কামাল স্টেশনে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল চুরির চেষ্টা করেন ওই যুবক। তখনই হাত চেপে ধরেন যাত্রীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুবক মিনতি করছেন, তার হাত যেন ছেড়ে না দেয়া হয়। কারণ ছেড়ে দিলেই পড়ে গিয়ে দুর্ঘটনা নিশ্চিত। যাত্রীরা অবশ্য ওই যুবকের হাত ছাড়েননি। সাহেবপুর কামাল স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে খাগারিয়া পর্যন্ত এভাবেই ঝুলতে ঝুলতে যান ওই অভিযুক্ত যুবক। শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল কিনা, তা জানা যায়নি।

বিহারে ট্রেন থেকে এ ধরনের ঘটনা নতুন নয়। গত জুন মাসে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল, নদীর ওপর সেতু দিয়ে যাচ্ছিল ট্রেনটি। সেতুতে ঝুলে ছিলেন এক যুবক। ট্রেন যখন সেতুর ওপর দিয়ে যাচ্ছিল, তখন আচমকা দরজায় বসে থাকা এক ব্যক্তির থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যান তিনি। নেটিজেনরা তাকে ‘নয়া স্পাইডার ম্যান’ আখ্যা দেন। যদিও এই ভিডিও দেখে কেউ কেউ প্রশাসনের সমালোচনা করেছেন।

ইউএইচ/

Exit mobile version