Site icon Jamuna Television

ওয়ার্নকে নিয়ে টিভি সিরিজ বানানোর সিদ্ধান্ত, ‘অসম্মানজনক’ বলছেন তার মেয়ে

ছবি: সংগৃহীত

প্রয়াত অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নকে নিয়ে টিভি সিরিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছে নাইন নেটওয়ার্ক। কিন্তু বাবার জীবনী নিয়ে টিভি সিরিজ বানানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্নের মেয়ে ব্রুক।

অজিদের নাইন নেটওয়ার্কের ধারাভাষ্যকার হিসেবে ২০ বছর কাজ করেছেন ‌ওয়ার্ন। এই চ্যানেলটি এবার ওয়ার্নকে নিয়ে টিভি সিরিজ বানানোর ঘোষণা দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে ‘অসম্মানজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন তার মেয়ে ব্রুক ওয়ার্ন। তিনি বলেছেন, সিরিজ বানানোর এই সিদ্ধান্তে অসম্মানিত হয়েছেন তার বাবা এবং পরিবার। তবে “ওয়ার্নি” নামের এই সিরিজে ওয়ার্নকে শ্রদ্ধা জানানো হয়েছে বলছেন নাইন নেটওয়ার্ক কর্তৃপক্ষ। সিরিজ বানানোর এই সিদ্ধান্তকে অসংবেদনশীল বলছেন ওয়ার্নের বন্ধু মহলও। এই প্রকল্প বাতিল করার দাবিও তুলেছেন তারা।

উল্লেখ্য, গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে ৭০৮টি টেস্ট আর ২৯৩ ওয়ানডে উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

জেডআই/

Exit mobile version