Site icon Jamuna Television

ইতালি ও জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলো ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো দলে ডাক পয়েছেন ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড ইভান টনি। উয়েফা নেশনস লিগে পরের দুই ম্যাচে ২৩ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে ইতালি আর ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে জার্মানির মুখোমুখি হবে ইংল্যান্ড।

এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দলে ফিরেছেন গোলরক্ষক ডিন হেন্ডারসন, আর দুই ডিফেন্ডার এরিক ডায়ার ও বেন চিলওয়েল। প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড ইভান টনি। ইনজুরি সমস্যায় ছিটকে গেছেন মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

পূর্ণাঙ্গ ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক: ডিন হেন্ডারসন, নিক পোপ, অ্যারন রামসডেল।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, বেন চিলওয়েল, কনর কোডি, এরিক ডিয়ার, মার্ক গুইহি, রিস জেমস, হ্যারি ম্যাগুইরে, লুক শ, জন স্টোনস, ফিকায়ো তোমোরি, কিয়েরান ট্রিপিয়ার, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, ম্যাসন মাউন্ট, ক্যালভিন ফিলিপস, ডেক্লান রাইস, জেমস ওয়ার্ড-প্রোস।

ফরোয়ার্ড: ট্যামি আব্রাহাম, জ্যারড বোয়েন, ফিল ফোডেন, জ্যাক গ্রেলিশ, হ্যারি কেন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, ইভান টোনি।

জেডআই/

Exit mobile version