Site icon Jamuna Television

এক সপ্তাহে ডজনে ডিমের দাম বাড়লো ২০ টাকা!

ছবি: সংগৃহীত।

ডিমের বাজারে আবারও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। সপ্তাহের ব্যবধানে আবারো ডজনে ডিমের দাম বেড়েছে অন্তত ২০ টাকা করে। ডিমের পাশাপাশি মুরগির দামও ঊর্ধ্বমুখী। অন্যবারের মতো এবারও বিক্রেতারা বলছেন, পোল্ট্রি ফিড ও পরিবহণ খরচ বাড়ায় মুরগির বাজারে ফের মূল্যবৃদ্ধির আঁচ লেগেছে।

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৫-২০ টাকা বেড়ে এখন বিক্রি করা হচ্ছে ১৪৫ টাকায়। তবে মহল্লার দোকানে বিক্রি হচ্ছে দেড়শ টাকা দরে। এই অবস্থায় ডিম কেনা কমিয়ে দিয়েছেন সাধারণ ক্রেতারা।

গত আগস্ট মাস থেকেই ডিমের দামে এমন অরাজকতা শুরু হয়েছে বাজারে। ওই সময় বিক্রেতাদের অজুহাত ছিল পরিবহণ খরচ এবং পোল্ট্রি ফিডের মূূল্যবৃদ্ধি। প্রতি ডজন ডিমের দাম তখন গিয়ে দাঁড়ায় ১৬০ টাকায়। তবে ডিম আমদানির ঘোষণার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের ফলে সেই দাম কমে ১২০ টাকা হয়। তবে ফের একই অজুহাতে ডিমের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তাই ফের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান ও সংশ্লিষ্টদের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।

এসজেড/

Exit mobile version