Site icon Jamuna Television

উত্তরপ্রদেশে দুই বোনকে ধর্ষণের পর হত্যা: আজ মরদেহ সৎকার

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণ ও হত্যার শিকার দুই বোনের মরদেহ সৎকার হবে আজ। সরকারের পক্ষ থেকে দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেয়ার পর, দুই মেয়েকে শেষকৃত্য করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। খবর এনডিটিভির।

এর আগে বিচারের দাবিতে পরিবারের পক্ষ থেকে মরদেহের সৎকারে অস্বীকৃতি জানানো হয়। গ্রেফতারকৃত ছয় আসামিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে করা অপহরণের অভিযোগ নাকচ করে দিয়েছেন তদন্তকারীরা।

তারা জানায়- জোরপূর্বক নয়, বরং স্বেচ্ছায় সুহাইল ও জুনাইদ নামের দুই যুবকের সাথে যায় ওই দুই কিশোরী। তাদেরকে ধর্ষণের পর বিষয়টি চাপা দিতেই বাকি চারজনের সহায়তায় আত্মহত্যার নাটক সাজায় তারা।

এদিকে, দুই কিশোরীর হত্যার ঘটনায় ব্যাপক তোপের মুখে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার। একের পর এক দলিত নারী সহিংসতার ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version