Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা শহরের মাঠ পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে বেলা বারোটার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, এলাকার একটি পক্ষের সাথে তাদের পূর্ববিরোধ ছিল। সে বিরোধের ধরে আজ সকালে ইমরানকে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। এতে সে গুরুতর জখম হয় সে। পরে তাকে উদ্ধার করে তারপরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই মারা যান তিনি।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে নামাজরত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি

জেডআই/

Exit mobile version