Site icon Jamuna Television

ইয়ারফোন ব্যবহার করতে গিয়ে গলদঘর্ম পাক প্রধানমন্ত্রী, হেসে উঠলেন পুতিন (ভিডিও)

ছবি: সংগৃহীত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসছিও) সম্মেলনে ইয়ারফোন ব্যবহার করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাই দেখে হেসে ওঠেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সমরখন্দে মুখোমুখি হন দুই নেতা। এ সময়, পুতিন সহজেই ডিভাইসটি কানে লাগিয়ে ফেলেন। কিন্তু, বিপাকে পরেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা, ১০ কিলোমিটার পথ ঝুলিয়ে রাখলেন যাত্রীরা (ভিডিও)

বহু চেষ্টার পর ব্যর্থ হলে শাহবাজকে সহযোগিতা করেন এক সামরিক কর্মকর্তা। তারপরও সেটি খুলে যায়। এরইমধ্যে বিষয়টি নিয়ে ট্রলের ঝড় তুলেছেন নেটিজেনরা।

জেডআই/

Exit mobile version